ইসলামিক গান বিডি এর পিছনের কথা


ইসলামিক গান বিডি এর পিছনের কথা
দিদারুল ইসলাম 

ছোটবেলা থেকেই ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলাম। বিশেষ করে ইসলামী গান খুব ভাল লাগতো। কিন্তু নিত্য নতুন গান অথবা আগেকার পুরনো গান গুলো সহজে হাতের নাগালে পাওয়া যেত না। অনলাইনে অনেক খুঁজাখুঁজি করেও খুব বেশি গান পেলাম না। অপর দিকে অপসংস্কৃতির উপকরণ গুলো হাত বাড়ালেই খুব সহজেই পাওয়া যায়। হঠাৎ একদিন চিন্তা করলাম, আমি যেহেতু ইসলামী গানগুলো সহজে হাতের নাগালে পাচ্ছি না, নিশ্চয়ই অন্যরাও(যারা সুস্থ সংস্কৃতি পছন্দ করে) সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। তখন চিন্তা করলাম কিভাবে গান গুলি মানুষ সহজে খুজে পেতে পারে।
 হঠাৎ একদিন প্রিয় ভাই মাহরুফ ফেইজবুকে নক করে বলল যে, ভাইয়া আমি সুস্থ সংস্কৃতির গান গুলি প্রচারের জন্যে একটা ফেইসবুক পেইজ খুলেছি।
আপনাকে পেইজের এ্যাডমিন করে দেই? মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ্‌, যাক সুস্থ সংস্কৃতি প্রচারের জন্য সম চিন্তার একজন সঙ্গী পেয়ে গেলাম। প্রকাশ্যে বললাম, এডমিন করতে চাইলে কর। কিন্তু নতুন পেইজ কিভাবে কি হবে? সে বলল, আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করলেই আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করবেন। তখন থেকেই আমাদের পথ চলা শুরু !

এর পরের কথা

একদিন মাহরুফ বলল একটা ওয়েবসাইট করলে কেমন হয়? আমি বললাম আইডিয়া তো অনেক ভাল কিন্তু কিভাবে? এটা তো অনেক খরচের ব্যাপার, তাছাড়া ওয়েব ডিজাইন করবে কে? আমি যে কাজ পারি তা দিয়ে পূর্নাঙ্গ সাইট করা বা  টাকা দিয়ে ওয়েব ডিজাইন করানোটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সে বলল দেখি আমি কিছু করতে পারি কি না ।
হঠাৎ একদিন সে একটা ডিজাইন করে আমাকে দেখিয়ে বলল, দেখেন তো ডিজাইনটা কেমন হয়েছে?
আমি তো দেখে অবাক ! এত সুন্দর ডিজাইন যে মারুফ করতে পারে আমার জানা ছিল না। এক কথায় অসাধারন হয়েছে। মারুফের উছিলায় আল্লাহ তা'লা আমাদের পথ চলা আরও সহজ করে দিল। শুরু হল আমাদের আলোর পথে পথচলা.......................

আলোর পথে পথচলা কোন কালেই সহজ ছিল না। আমাদের ক্ষেত্রেও তাই হল। প্রথমে শুরু হল অবজ্ঞা আর অবহেলা। যখন আমাদের সাইটটি জনপ্রিয় হতে লাগল তখন শুরু হল অপপ্রচার এবং বিরোধিতা। তবে আমাদের কাছে এগুলো কোন সমস্যা ছিল না। কারন আমরা জানতাম সত্যের পথে চললে বাধা আসবেই।
প্রথমত আমাদের সমস্যা ছিল পুরানো অ্যালবাম গুলি পাব কোথায়? অথচ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে ইসলামী গানের সমৃদ্ধ ভাণ্ডার।
অবশ্য আমার কাছে ২০-২৫ টার মত অ্যালবাম ছিল। কিন্তু বাংলাদেশে এত এত অ্যালবামের তুলনায় ২০-২৫টি অ্যালবাম ছিল নিতান্তই নগণ্য।
এগুলো সাইটে আপলোড করার পর, বাকি অ্যালবাম গুলো কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ করব এই ভেবে চিন্তায় পড়ে গেলাম। ওই গুলি দেয়ার পর  অন্য গুলি পাব কোথায় ? কার কাছে যাব ? সংস্কৃতি জগতের কারও সাথে আমার তেমন পরিচয়ও ছিল না।
আল্লাহর উপর ভরসা করে একদিন আমি শিল্পী মুনাইম বিল্লাহ কে ফেইসবুকে নক করে বললাম, ভাইয়া আপনার গান গুলি কোথায় পেতে পারি? উনি বলল, আমার কাছে আছে, একদিন এসে নিয়ে যান। পরদিনই ওনার বাসায় গেলাম। বলা বাহুল্য যে, উনার আন্তরিকতা এবং উৎসাহ মূলক কথাবার্তায় এই পথে পথচলার মনোবল আরও বেড়ে গেল।

আস্তে আস্তে শিল্পী সমাজের সবাইকে নক করতে শুরু করলাম অনেক ভাই সাড়া দিয়েছেন আবার অনেকে কোন গুরুত্ব দেয়নি। এর মধ্যে একদিন সিলেটের দিশারীর শিল্পী সালিন আহমেদ ভাইয়াকে নক করলাম উনি ও অনেক গুলি অ্যালবাম দিল। অ্যালবাম সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বেশী সহযোগিতা পেয়েছি প্রিয় মিরাদুল ভাইয়ার কাছ থেকে।

আমার কাছে এখনো এটা সপ্ন মনে হচ্ছে। এত অল্প সময়ে আমরা এত দূর আসতে পারব এটা আমি ভাবতে পারিনি। তবে এটা সম্ভব হয়েছে, আল্লাহর সাহায্যে এবং আপনাদের আন্তরিকতায়।

 অ্যালবাম সংগ্রহের ক্ষেত্রে যারা আমাদের কে আন্তরিক সহযোগিতা দিয়েছেন তাদের কথা না বললেই নয়। প্রথমেই যার কথা মনে আসে তিনি হলেন আমাদের প্রিয় মিরাদুল মুনিম ভাইয়া। যিনি আমাদের অ্যালবাম গুলি সংগ্রহ করার ক্ষেত্রে সবচেয়ে বেশী সহযোগিতা এবং উৎসাহ দিয়েছেন।

এরপর আসে প্রথম যিনি আমাদের অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী আমার প্রিয় বন্ধু আবু তালহা সালমান (Student of IIUM, Mass Communication)  এবং আমাদের সকলের প্রিয় শিল্পী মুনাইম বিল্লাহ ও আামর বন্ধু মাসুদ রানা (Student of IIUC ) ।
তাদের জন্য মহান রবের নিকট উত্তম জাযাহ কামনা করছি। আমিন।।

যাঁদের অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি ইসলামী সঙ্গীতের বিশাল ভান্ডার তাঁদের কথা স্মরণ করতে হয়।
 এ ক্ষেত্রে প্রথমেই নাম আসবে ইসলামী সংস্কৃতির পথিকৃত শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিকের কথা। এই মহান মানুষ ২০১০ সালে ইন্তেকাল করেন। আল্লাহ যেন উনাকে মাকানে জান্নাত দান করেন। আমীন।।

গীতিকারঃ-
১.কবি মতিউর রহমান মল্লিক
২.তোফাজ্জল হোসাইন খান 
৩.  আসাদ বিন হাফিজ 
৪.খাদিজা আখতার রেজায়ী,
৫. কবি গোলাম মোহাম্মদ 
৬. শিল্পী গোলাম মাওলা
৭. আবু তাহের বেলাল 
৮. সাজ্জাদ হোসাইন খান 
৯.  মাহফুজুর রহমান আখন্দ 
১০. জাকির আবু জাফর 
১১. কবি আমিনুল ইসলাম 
১২. আবুল আ’লা মাসুম 
১৩.আব্দুল্লাহ আল কাফী 
১৪.চৌধুরী গোলাম মাওলা 
১৫.গাজী নয়ন ইসলাম
১৬. আব্দুস সালাম 
১৭.আহমাদ বাসির
১৮. আবদুস শাকুর তুহিন 
১৯. আফসার নিজাম 
২০. মাহফুজ বিল্লাহ শাহী 
২১ . বিলাল হোসাইন নূরী 
২২.এস এম মঈনুল ইসলাম
২৩.নাজমুস সায়াদাত
২৪.জোবায়ের হোসাইন
২৫.কবি মোশাররফ হোসাইন খান
২৬.লিটন হাফিজ চৌধুরী
২৭.সুমন আজিজ
২৮.শফিক আদনান
  সহ সকল গীতিকার। আল্লাহ তাঁদের উত্তম জাযা দান করুন।

সুরকারঃ- সুরকার হিসেবে যারা কথা প্রথমে আসবে যাকে আমরা সুস্থ সাংস্কৃতিক জগতের আইকন বলতে পারি।  তিনি হলেন আমাদের প্রিয় শিল্পী  মশিউর রহমান তিনি হাজার হাজার গানের সুর করে
সুস্থ সাংস্কৃতিকে করেছেন সমৃদ্ধশালী।

শিল্পীঃ-
০১. মতিউর রহমান মাল্লিক
০২. সাইফুল্লাহ মানছুর
০৩.  তারেক মুনাওয়ার 
০৪.  শিল্পী আমিনুল ইসলাম
০৫.   চৌধুরী গোলাম মাওলা 
০৬. ডা. সিরাজ উদ্দিন 
০৭. হাসনাত আব্দুল কাদের 
০৮. মশিউর রহমান
০৯.  শিল্পী গোলাম মাওলা 
১০. আমিরুল মোমেনীন মানিক 
১১.  ইকবাল হোসাইন জীবন
১২. লিটন হাফিজ চৌধুরী
১৩. নওশাদ মাহফুজ 
১৪. মারিয়া তাসকিন অমানি
১৫.  ইউসুফ বকুল 
১৬. মিরাদুল মুনিম
১৭.  আব্দুস শাকুর তুহিন 
১৮. রবিউল ইসলাম ফয়সাল 
১৯. ওবায়দুল্লাহ তারেক
২০. সাহাব উদ্দীন 
২১. আব্দুল্লাহ আল মাসুদ
২২. হাসিনুর রব মানু 
২৩.সুমন আজিজ
২৪. শামিমুল হক 
২৫. মারুফ আল্লাম
২৬. সাইফুল ইসলাম 
২৭.আব্দুল্লাহ আল কাফী
২৮. মুনাইম বিল্লাহ 
২৯.আবদুস সালাম
৩০. নাসিম আজাদ 
৩১. সোহাইল আহমাদ 
৩২.  শেখ আবদুল হাদী  
৩৩.মুজাহিদুল ইসলাম
৩৪.শফিক আদনান
৩৪. মুজাহিদ জামান 
৩৫.   হাসনাহেনা আফরিন
৩৬.দিদারুল ইসলাম
৩৭. মু, নুর উদ্দীন
সহ আল্লাহর কাছে সবার জন্য উত্তম পুরষ্কার কামনা করছি। আমীন।।


তত্ত্ববধানঃ
বিভিন্ন সময়ে যারা ইসলামী সঙ্গীত ও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করেছেন, সাংস্কৃতিক আন্দোলনের সেই সব সিপাহ সালারদের জন্যও থাকলো কৃতজ্ঞতা ও আন্তরিক দোয়া।  আল্লাহ তাঁদেরও উত্তম জাযা দান করুন।

প্রতিষ্ঠানঃ
সমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস) , স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার , সৃজন অডিও ভিজ্যুয়াল সেন্টার , ইসলামিক ক্যাসেট বিতান সহ যেসব প্রতিষ্ঠান এই মহান কাজে জড়িত তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এছাড়াও সকল কলাকুশলীদের প্রতি অবশ্যই আমি নিজেসহ শ্রোতাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

গান শেয়ার করতে ও শুনতে তেমন কোন কষ্ট নেই। কিন্তু সঙ্গীতের এই বিশাল ভান্ডার সৃষ্টি করা সহজ কথা নয়। তাই যাঁরা অক্লান্ত পরিশ্রম করে ইসলামী সংস্কৃতির প্রসারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন/চালিয়েছেন তাঁদের জন্য অন্তর থেকে দোয়া করতে হয়।

শ্রোতাদের প্রতি অনুরোধঃ
পাশাপাশি শ্রোতাদের অনুরোধ করব যদি আপনি ইসলামী সংস্কৃতির অবিরত প্রসার চান তাহলে এখানে গান শোনার পাশাপাশি সুযোগ করে বিভিন্ন শিল্পী ও শিল্পীগোষ্ঠীর সিডি ক্যাসেট কিনবেন। হয়ত আপনার উছিলায় একজন শিল্পী উৎসাহিত হবে সুস্থ সংস্কৃতি চর্চায়। আলোর পথে অবিরাম পথচলার প্রতিশ্রুতি নিয়ে পথ চলছে "ইসলামিক গান বিডি"। সঙ্গে আছে আল্লাহ। আর সব সময় আপনারা আমাদের সাথে থকবেন। সবার জন্য শুভ কামনা। আল্লাহ হাফেজ।

Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget