সাইমুম শিশু শিল্পী : মারিয়া তাসনিম অমানির কন্ঠে অসাধারণ একটা গান।
শিল্পী :মারিয়া তাসনিম অমানি
এ্যালবাম : স্বপ্নের দেশে
কথা : রহমান তাওহীদ
সুর : মইম সুমন
সুর : মইম সুমন
লিরিক্স
এই স্বপ্নের দেশে।
এখানে শ্যামল মাঠ
সাদা নদী আঁকাবাঁকা
নানা রং ফুলগুলো স্বপ্নের পরশ মাখা
ঝর ঝর ঝর্ণারা ঝরে যায় রাত দিন
পাহাড়ের শরীর ঘেঁষে।
স্বপ্নের রং মাখা
প্রজাপতি যায় উড়ে
পাখিগুলো গান গায়
স্বপ্নের সুরে সুরে
স্বপ্নের এই দেশে দিন আসে রাত শেষে
সূর্যটা ওঠে হেসে।
Post a Comment