সাইমুম শিল্পীগোষ্ঠীর শিশুশিল্পীদের পরিবেশনায় অসাধারণ একটি গান
আমরা হব রাজা
কথাঃ আফসার নিজাম
সুরঃ শফিক আদনান
অ্যালবামঃ স্বপ্নের দেশে
পরিবেশনায়ঃ সাইমুম শিল্পীগোষ্ঠী
স্বপ্নের দেশে অ্যালবামটি র সব গুলি গানের অডিও পেতে এখানে ক্লিক করুন
আমরা হবো রাজা
রাজা রাজা রাজা
এই দুনিয়ায় থাকবে না কেউ
গরিব দুঃখী প্রজা।
বড় যারা ছোট যারা
কাজের ছেলে টোকাই যারা
আমাদের এই দেশে এলে
সবাই হবে রাজা।
আমার দেশের রাজার কোষে
যত সোনা দানা
বিলিয়ে দেব সবার মাঝে
করবে না কেউ মানা।
যত আছে বিলিয়ে দেবো
আরো কিছু মিলিয়ে দেবো
আমরা তো ভাই আমার দেশের
জমিদার আর খাজা।
দেশের মাঝে দৈত্য যারা
দুষ্ট এবং খারাপ যারা
তাদের ধরে এনে দেবো
কঠিন কঠিন সাজা।
আমরা যারা ভালোর ভালো
এবং ভালো আরো ভালো
তারাই হবো বাংলাদেশের
আদি আসল রাজা।
কথা: আফসার নিজাম
সুর: শফিক আদনানগানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
************লিরিক্স****************
Post a Comment