মন থেকে অগুচরে যা কিছু
শিল্পীঃ নওশাদ মাহফুজ
কথা ও সুরঃ নাজমুল কবির
অ্যালবামঃ তাওফিক দাও খোদা
পরিবেশনায়ঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস)
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
তাওফিক দাও খোদা অ্যালবামের সব গুলো গানের অডিও পেতে এখানে ক্লিক করুন
গানটির লিরিক:-
মন থেকে অগোচরে
যা কিছু মুছে যায়
আনন্দঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো
নীরবে কাঁদায় ॥
একটি মানুষ তার মন ও মনন
হৃদয়ের জানালাতে উঁকি দেয় অগণন
বেদনার মরু ধূলি শুধু ওড়ে না
তূষের অনলের মত দহনে পোড়ায় ॥
কিছু কিছু মানুষের জীবনাচরণ
সম্মুখে চেনা যায় না
জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ
কেউ মেলাতে পারে না।
যার কথা ভেসে ওঠে মনে বারে বার
তার মত আপন এত কে হবে আবার
প্রিয়জন চলে গেলে ফিরে আসে না
তাকে ছাড়া কোনভাবে প্রাণ না জুড়ায় ॥
কথা ও সুর: নাজমুল কবীর
Post a Comment