শিল্পী ইকবাল এইচ জে এর দর্শক মুখোর আধ্যাতিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত ।



শুক্রবার ( ২৫-০৩-২০১৬)  অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রীয় ইসলামী সঙ্গীত শিল্পী ইকবাল হোসেন জীবনের আধ্যাতিক সঙ্গীত সন্ধ্যা । রাজধানীর বেইলি রোডের গাইড হাউজ অডিটোরিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বহুল প্রতিক্ষিত এই সঙ্গীত আসর অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রীয় এই শিল্পীর ব্যাতিক্রমধর্মী আধ্যাতিক সন্ধ্যা উপভোগ করেন অডিটোরিয়াম ভর্তি দর্শক।

ইসলামী সঙ্গীতের ধারাকে আন্তর্জাতিক মান দন্ডে সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন হালের জনপ্রীয় এই শিল্পী। এছাড়াও শিল্পী ইকবাল আন্তর্জাতিক অঙ্গনে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরছেন বাংলাদেশের পরিচয়


আধ্যাতিক এই সঙ্গীত সন্ধ্যা পরিচালানা করেছেন  অহনিশ এর প্রতিষ্ঠাতা পরিচালক  হাসান আল বান্না 


আধ্যাতিক এই সঙ্গীত সন্ধ্যার মিউজিক কম্পোজ করেছেন জন নন্দিত মিউজিক কম্পোজার পারভেজ জুয়েল



 এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠির সাবেক  জনপ্রীয় শিল্পী দিদারুল ইসলাম

অনুষ্ঠানে শিল্পী ইকবালের একক সঙ্গীত এ্যালবাম “মেইক মি ইউর ফ্রেন্ড” এর মোড়ক উন্মোচন করা হয়। এসময় অডিটোরিয়ামের প্রত্যেক দর্শকের হাতে এ্যালবামের একটি করে শুভেচ্ছা সিডি পৌছে দেয়া হয়।

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন “এরাউজার রেকর্ডস এবং চেঞ্জ ফাউন্ডেশন” ।

Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget