আমাদের শহিদেরা সবচেয়ে বড় সম্পদ;
গড়ে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ,
সেই রাজপথেই রক্ত প্লাবন বেয়ে আসবে বিজয়।
সেই শহিদ ভাইদের নিয়ে বিখ্যাত শিল্পী নওশাদ মাহফুজ এর কণ্ঠে অসাধারণ একটি গান
মাগো মা...... মালেক ভাইয়ের মা
শিল্পীঃ নওশাদ মাহফুজ
কথা ও সুরঃ আব্দুস সালাম
অ্যালবামঃ- তাওফিক দাও খোদা
প্রযেজোনাঃ- সাইমুম শিল্পীগোষ্ঠী
পরিবেশনায়ঃ- সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ (সসাস )
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
তাওফিক দাও খোদা অ্যালবামের সব গুলো গানের অডিও পেতে এখানে ক্লিক করুন
গানটির লিরিক:-
মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা
সাব্বির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা
মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা
জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী
আনলে ধরায় দীনের জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা মা ॥
কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই
কেউ হারিয়ে দীনের সাথী নিঃস্ব এ ধরায়
তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে
বুক ভেঙে যায় কান্না ফুরায় না ॥
আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ
জীবন দিয়ে রেখেছিল আল কুরআনের মান
দীনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগলপারা
আরশ ছায়ায় তাদের ঠিকানা ॥
কথা ও সুর: আবদুস সালামConnect With Us
Subscribe | Like | Follow
Daily Visit - www.islamicsongsbd.com
Click This Icon
Post a Comment