স্বর্ণালী দিন গুলো হারিয়ে গেছে
বর্ণালী রঙধনু মুছে গেছে
মা হারানোর ব্যথা নিয়ে শাহাবুদ্দিন শিহাবের কষ্টের গজল "মাগো" কথাঃ আল-জাবের সুর ও শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব রেকর্ড এন্ড মিক্সঃ হুমায়ুন কবির তারিফ মাস্টারঃ ইলিয়াস হাসান কাস্টঃ স্বাধীন, আলেমা খানম,আবিদ, স্পন্সরঃ কে আর ইলেক্ট্রনিক্স,ওয়ালটন,চৌদ্দগ্রাম,কুমিল্লা ৷ ভিডিও ডিরেক্টরঃ মাহবুব রহমান
---------------------------- 💢 স্বর্ণালী দিন 💢 স্বর্ণালী দিন গুলো হারিয়ে গেছে বর্ণালী রঙধনু মুছে গেছে, থেমে গেছে চেনা যত কোলাহল ঝরে গেছে প্রিয় পুষ্পদল। মাগো তুমি লুকিয়ে আছো কোথায় তোমার স্মৃতি শুধু আমাকে কাঁদায় ।। কতদিন দেখিনা তোমার চাঁদোয়া মুখ একটু দেখা পেলে সারতো মনের অসুখ। বহুকাল শুনিনি তোমার মধুর কথা যে কথাতে কমতো সকল দুঃখ ব্যথা ।। ভেবে ভেবে তোমাকে সময় কেটে যায় ।। তোমার স্মৃতি শুধু আমাকে কাঁদায় ।। আল্লাহর কাছে বলি প্রতি মোনাজাতে তোমাকে রাখে যেন সেরা জান্নাতে দোয়া করে যাই মাগো আমি সারাক্ষণ একসাথে রই যেন আমরা দু'জন ।। চোখের আড়াল হলে চিন্তায় ডুবে যেতে ফিরলে ঘরে আবার বুকে টেনে নিতে। নিরাশায় আশা হয়ে ছিলে আমার পাশে আদর সোহাগ দিতে কতনা ভালবেসে ।। খুঁজে খুঁজে হৃদয়টা ক্লান্ত হয়ে যায় তোমার স্মৃতি শুধু আমাকে কাঁদায় ।। ✍️আল-জাবের সুর ও শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit - www.islamicsongsbd.com
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান
Post a Comment