![]() |
শিল্পী ওবায়দুল্লাহ তারেক |
বাংলাদেশ নদীমাতৃক দেশ ,ছোট-বড় অনেক নদী জালের মতো জড়িয়ে আছে আমাদের এ দেশে। এই নদীর তীরে তীরে গড়ে উঠেছে অনেক নগর, অনেক জনপদ আর সেই নদীকে নিয়ে শিল্পী ওবায়দুল্লাহ তারেক এর একক অডিও অ্যালবাম
নদীর গান
প্রযোজনায় ও পরিবেশনায়ঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস )
শিল্পীঃ ওবায়দুল্লাহ তারেক
গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন
01. আর কত কাল ভাসব আমি
02. কল কল চল চল নদী করে
03. মাঝি বাইয়া যাওরে
04. মাঝি নাও ছাইরা দে
05. মাঝি উথাল গাঙ্গে
06. নদী যায়রে বয়ে
07. নদী ও নদী হায়রে নদী
08. নদীর কুল নাই
09. ও নাবিক তুমি হয় ও না
10. ও পদ্মা নদীরে
11. উজান গাঙ্গের নাইয়া
12. ভুবন মাঝি আমায় তুমি
Post a Comment