অশান্ত অন্ধকার রাতের দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ , এ রক্ত কোরানকে যে ভালবাসে তার , কখনো দেখিনি শেয়াল শকুনের এমন ঘৃন্য থাবা, এখানে গনতন্ত্রের লেবাসে চলছে মানুষ হত্যার রাজনীতি ,
বিচারের নামে ইসলামের পতাকা বাহীদের খুনের নকশা, মজলুমের আর্তনাদ আজ দ্রহের সুর, ঘুমের রজনী শেষ সংগ্রামী কাফেলা ছুটেছে ,জ্বালবে শিশিরে সূর্যশিখা
নিবেদন করছি সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর ৩য় অডিও অ্যালবাম
শিশিরে সূর্যশিখা
যারা কণ্ঠ দিয়েছেঃ
জসিম উদ্দিন , আরিফ হোসেন, মিজানুর রহমান, দিদারুল ইসলাম, রইসুল ইসলাম , আবু নোমান নাশিদ, আজিজুল হক, তাজুল ইসলাম , ও কামাল হোসাইন ।
সিংগীত পরিচালনায়ঃ আরিফ হোসেন
সহযোগিতায়ঃ হেলাল উদ্দিন ও মুশফিকুর রহমান ।
ব্যাবস্থাপনায়ঃ মু'তাসিম বিল্লাহ
সার্বিক তত্ত্ববধানেঃ শরিফ রায়হান
পরিবেশনায়ঃ সৃজন সাহিত্য সাংস্কৃতিক সংসদ ( সৃসাসাস )
প্রযোজনায়ঃ সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ ( সসাস )
গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন
ভূমিকা
01. একবার যদি কেউ ডাকে তোমায়
কথা ও সুরঃ এইচ এম জোবায়ের
02. ওগো দয়ার নবী প্রাণের নবী সাল্লিঅলা
কথা ও সুরঃ রইসুল ইসলাম
03. প্রতিদিন নোনা জলে ভেসে যায় মন মোনাজাতে
কথাঃ তীরন্দাজ দাদাভাই
সুরঃ আবদুস সালাম
04. ঘুম পাড়িয়ে দাওনা মাগো নবীর গল্প বলে
কথাও সুরঃ এস এম মইনুল ইসলাম
05. লক্ষ্য পানে এগিয়ে যা্ও বিজয়ের পতাকা নিয়ে
কথা ও সুরঃ রাশেদ হোসাইন
06. এই কারাগার প্রভূ সেই কারাগার
কথাঃ আবু ওয়াহেদ
সুরঃ এস এম মইনুল ইসলাম
07. আরজু আমার শোন খোদা
কথঃ ফররুখ আহমদ,
সুরঃ মইন সুমন
08. ঢাকার মতিঝিলে পুলিশ লেলিয়ে দিয়ে
কথাঃ দিদারুল ইসলাম,
সুরঃ জসিম উদ্দিন
09. সম্ভাবনার চির সবুজ আমাদের এই জনপদ
কথাঃ এইচ এম জোবায়ের,
সুরঃ আবদুস সালাম
10. হে দয়াময় দয়ার সাগর
কথা ও সুরঃ আমিরুল মোমেনিন মানিক
Post a Comment