প্রথম বারের মত ইন্টারন্যাশনাল সংগঠন "ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা"তে বাংলাদেশের শিল্পী ইকবাল হোসাইন জীবন



এই প্রথম বারের মত ইন্টারন্যাশনাল সংগঠন "ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা"তে বাংলাদেশের শিল্পী ইকবাল হোসাইন জীবন । আমেরিকাতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ও মুসলিম নেতৃবৃন্দের সমন্নয়ে সংগঠিত"ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা" ( ইকনা ও মাস ) র" উদ্যোগে তিন দিন ব্যাপি কনভেনশন শুরু হয়েছে । এতে বাংলাদেশের শিল্পী ইকবাল হোসাইন জীবন ও উম্মাহ কালচারাল উক্ত কনভেনশনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উক্ত কনভেনশনে উপস্থিত ছিল প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। সাধারণত এই বিশ্ব ইসলামিক সম্মেলনটিতে গান করেন শ্রদ্ধেও শিল্পী মাহের জেইন সহ নাটিভ দ্বীনের শিল্পীরা কিন্তু এই প্রথম বারের মত বাংলাদেশের গর্ব শিল্পী ইকবাল হোসাইন জীবন উক্ত কনভেনশনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।আন্তজাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেন শিল্পী ইকবাল হোসাইন জীবন। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন বিশ্বের বড় বড় ইসলামিক স্কলার।স্কলারদের ভিতরে আলোচনা পেশ করেন, উস্তাদ নোমান আলী খান,ইয়াসির কাদির,উমর সোলায়মান, উস্তাদ আবদেল রহমান মারফি, ডক্টর ফারহান এ আজিজ, ঈমাম আলী তোস সহ অন্যান্য ইসলামিক স্কলার বৃন্দ ।

শিল্পী ইকবাল হোসাইন জীবন এর সাথে ছিলেন উম্মাহ কালচারাল গ্রুপের শিল্পী বৃন্দ।শিল্পীদের মধ্যে ছিলেন উম্মাহ কালচারালের পরিচালক ডাক্তার আতাউল ওসমানী,নুরুল আনোয়ার, সালাউদ্দিন রাসেল,মো সোলায়মান,শাফায়েত হোসেন, মুজিবুর রহমান,ক্বারী মাও: জুনায়েদ, ইব্রাহিম,শরিফ, নাসির।

Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget