সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ ( সসাস ) এর মাহে রমজানের জনপ্রিয় অ্যালবাম
ডাকে রাইয়্যান ( Lyric only )
প্রযোজনায় ও পরিবেশনায়ঃ সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ ( সসাস )
০১.প্রভু তারার হরফ দিয়ে
কথা : বিলাল হোসাইন নূরী
সুর : মশিউর রহমান
শিল্পী : তাওহীদুল ইসলাম
প্রভূ তারার হরফ দিয়ে এ আমার নাম
লিখে রেখো রাইয়্যান দরজার সাথে
যে দরজা দিয়ে আমি যাব জান্নাতে।
আমার ললাটে দিও সিজদার আলো
যে আলোয় ধুয়ে যাবে হতাশার কালো
সিয়ামের মধু ঘ্রাণে সজীবতা দিও প্রাণে
সে আশায় বুক বেধে ভাসি কান্নাতে।
সালাম সালাম বলে ফেরেশতাকুল
ডাকে যেন আমাকেও রহমের ঘরে
সে ঘরেই রয়ে যাব আমি চিরতরে
আমার অধরে দিও বিজয়ের হাসি
সে হাসিতে ভেসে যাবে শোক রাশি রাশি
মমতার প্রীতিহারে বেঁধে নিও এ আমারে
আমলের খাতাটি দিও ডান হাতে
০২. জাগ রোজাদার
কথা ও সুরঃ জাকির হোসেন
বুড়িগঙ্গা সাংস্কৃতিক সংষদ, ঢাকা
জাগ রোজাদার ঘুমের ঘোরে
থাকবি কত বল?
সুবহে সাদিক ফোটার আগে
সাহরি খাবি চল।
কত মুমিন বান্দা খোদার
লুকিয়ে গভীর রাতে
নিজের গুনাহ চাইছে যে মাফ
দীর্ঘ মুনাজাতে।
গফুর গাফফার মাগফিরাত দাও
ফেলছে চোখের জল।ঐ
বেহেশতেরই দুয়ার খুলে
মাওলা পাকে ডাকে,
ভোরের হাওয়া গানের পাখি
তারই সাথে হাঁকে।
দিকে দিকে রব উঠেছে
বইছে রহম ঢল।ঐ
০৩.আমায় সেহরীতে
কথা: জিয়া হায়দার,
সুর: মেহেদী হাসান সিরাজ
স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুর
রোজা রাখবো, ইফতার করবো
সবাই একই সাথে,
মাগো তুমি ডেকে দিও
আমায় সেহরীতে,
মাগো....ওগো মা....
ডাকতে তুমি ভুলে যেও না॥
সৎপথে চলবো মোরা
বলবো সত্য কথা,
ঝগড়া বিবাদ, করবো না আর
কারো মনে দেব না ব্যথা,
রোজার পবিত্রতা বজায় রেখে
থাকবো আনন্দে মেতে,
মাগো....ওগো মা....
ডাকতে তুমি ভুলে যেও না॥
কত না মজার খাবার
সাজানো ওই টেবিলে
রেখেছি রোজা তাই
খাবো না কিছুই
আল্ল¬াহর বারণ বলে,
দিনের শেষে সবাই মিলে
চাইবো ক্ষমা প্রভুর কাছে
মাগো....ওগো মা....
ডাকতে তুমি ভুলে যেওনা॥
০৪.যদি সিয়ামের রঙ
কথা ও সুর: আব্দুশ শাকুর তুহিন
শিল্পী : মঈন উদ্দিন বকুল
যদি সিয়ামের রঙ সীমাবদ্ধ থাকে
বদ্ধ থাকে সীমাবদ্ধ থাকে ত্রিশ দিনে
তবে ছিল না সিয়াম সেটা
ছিলো না কিছুই
ছিলো না কিছুই ্উপবাস বিনে।
যদি মিথ্যা কথার বাণ নাই থামে
নাই থাকে অশ্লীল কথা বলা,
যদি নাই আসে সংযম রিপু ও কামে
নিষ্ফল তবে এই পথে চলা।
যদি নাই থাকে খুলুসিয়াত
কি হবে উদযাপপন দশক তিনে ?
বাহ্যিকতার ফাঁদে আঁটকে গেলে এ সিয়াম-
পানাহার অনাহারে রবে না ফারাক কোন
হয়তো বৃথাই যাবে পোশাকী কিয়াম ?
যদি জীবনের অলিগলি না হয় রঙিন
রমজান আসে যায় কি লাভ তাতে ?
যদি না মানি কোরআন এই জীবন পথে
আসবে কি ফল শুধু তেলাওয়াতে ?
যদি না হয় পূরণ হক সিয়ামের
জবাব কি হবে সেই বিচার দিনে ?
০৫ যাকাত দে রে আজ
কথা : মিরাদুল মুনীম
সুর : মশিউর রহমান
সসাস
তুই যাকাত দে রে আজ
উচু নিচুর ভেদ ঘোচাতে
এটাই মহান কাজ
তুই যাকাত দেরে আজ।
ফকির যে জন তারেই যাকাত দে,
চোখের লাজে চায় না কিছু
মিসকিন হলো সে
যার আয়ের চেয়ে খরচ বেশি
চাইতে যে পাই লাজ. ।
তারে যাকাত দে রে আজ।
যাকাত যে জন আদায় করে করে যে বন্টন।
সে তো যাকাত পাবে রে ভাই খোদারি ফরমান।
মনকে জয়ী করতে যাকাত দে,
ইসলামের এই শীতল ছায়ায় ছুটে এলো যে
ঋণের বোঝায় জর্জরিত আছে মোদের মাঝ।
তারে যাকাত দে রে আজ।
ইসলাম বলে মুক্ত করো দাস,
জিহাদুন ফি সাবিলিল্লাহর
পথে যাকাত আজ,
আর মুসাফিরের জন্য যাকাত
দাও বিলিয়ে আজ।
০৬.রমজানেই রোজার শেষে
কথা ও সুর: তোফাজ্জল হোসেন খান
সাইমুম শিল্পীগোষ্ঠী
রমজানেই রোজার শেষে
ঔ শাওয়ালের চাঁদ
বাঁধ ভেঙেছে ঈদের আনন্দ
কাটেনা বুঝি রাত।
খুশি খুশি মন মানে না বারন
লাগছে কি যে ভালো,
চারিদিকে ধুম চোখে নেই ঘুম
এই বুঝি ভোর হলো।
সকল কালিমা মুছে ফেলে
আসুক নয়া প্রভাত।
উঁচুনিচু সাদা কালো সব একাকার
সাম্যের এ বারতা জানাও আবার
সব ভেদাভেদ হিংসা ভুলে
বাসবো সবাই ভালো,
হাতে রেখে হাত আলিঙ্গনে
ভুলবো সকল কালো।
মাটির পৃথিবী ধন্য পেয়ে
জান্নাতি সওগাত।
০৭.আহা বহুদিন পর
কথা : বিলাল হোসাইন নূরী
সুর ও কন্ঠ: মশিউর রহমান
আহা বহুদিন পর
তৃষিত হৃদয়ে কাউসারধারা ঝরে ঝরঝর।
ফালগুণী ঘ্রাণে যেন
প্রাণ পেলো প্রাণ
এলো রমজান...এলো রমজান॥
যদি সালাতে দাঁড়াই
যদি আরশের পানে দু’হাত বাড়াই;
আজ মনে বড় ভরসা জাগে
যেন ফেরদাউসের প্রতিটি দুয়ার
আমাকে ডাকে।
যেন সহ¯্রকাল ডাকে রাইয়্যান
এলো রমজান...এলো রমজান ॥
যদি নয়নে আমার
নামে অনুতাপে ভেজা শ্রাবণÑআষাঢ়;
জানি ধুয়ে যাবে পাপের কালো
যেন কুরআন থেকে ঝরছে হঠাৎ
দ্বিগুণ আলো।
আমি সে আলোয় হবো চির অম্লান
এলো রমজান...এলো রমজান॥
২২ মে ২০১৫, উত্তরা, ঢাকা
০৮.জান্নাতের ঐ সোনার তোরণ
কথা : বিলাল হোসাইন নূরী
সুর : রবিউল ইসলাম ফয়সল
জাগরণ শিল্পীগোষ্ঠী, ঢাকা
জান্নাতের ঐ সোনার তোরণ
উঠছে দুলে দুলে
রোজাদারের জন্য যে তার
দরজা যায় খুলে ।
বইতে থাকে খুশির হাওয়া
যা চাবে তা হবে পাওয়া
ফিরবে তোমার জীবন তরী
নাজাতেরই কূলে।
জাহান্নামের আগুন মুখে
ঝুলছে এখন তালা
শুরু হলো আজাজিলের
বন্দি থাকার পালা।
ঝরছে কেবল রহমধারা
আজকে যারা ভাগ্য হারা-
তারাই শুধু বঞ্চিত হয়
ভুলের স্মৃতি ভুলে।
০৯.বাগানে নতুন ফুল ফুটেছে
কথা ও সুর : মাহীউদ্দিন ফাহাদ
নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বাগানে নতুন ফুল ফুটেছে
সুনিল নভে নতুন চাঁদ উঠেছে
নিল বিদায় শাবান
আসলো ফিরে রমজান
নির্ঝরিণী বহে নতুন
পবন বহে দোলা দিয়ে
বদরের মাস পেয়ে শত মজলুম
জাগো নব প্রেরণা নিয়ে
খুঁজে নিও কদরের রাত
এটা প্রভুর সেরা দান।
রোজা রাখো ওহে পাপী
হবে তোমার গুনাহ মাফ
রহমত বরকত নাজাত পাবে
মনের কালিমা হবে সাফ
ধুয়ে ফেল পাপের আচড়
নতুন সুরে ধর গান।
১০.রহমাতে ছেয়ে গেছে আকাশ জমিন
কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: জাহাঙ্গীর আলম
লালমাই থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রহমাতে ছেয়ে গেছে আকাশ জমিন
বরকতে ভরে গেছে মুমিনের প্রাণ
মাগফিরাতের এই সোনালি সুযোগ
গেয়ে যায় নাজাতের গান
এ যে মাহে রমজান, মাহে রমজান
আদি পিতা আদমের সময় থেকেই
পালিত এ রোজার বিধান
সকল নবীর কালে সব উম্মত
পেয়েছে এ দান অফুরান।
হাজার মাসের সেরা কদরের রাত
মুমিনের মুক্তি নিশান
জীবনের সবখানে শান্তি পেতে
এসো মানি হাদিস কোরান।
১১.শোন মুমিন শোন
কথা ও সুর : খালেদ মাহমুদ নাসিফ
পান্জেরি শিল্পীগোষ্ঠী , চট্টগ্রাম
শোন মুমিন শোন
নিয়ে নাজাতের ফরমান
বছর ঘুরে এলো আবার মাহে রমজান।।
রমজান এলো সুযোগ নিয়ে
পাপের প্রাসাদ ভাঙ্গতে
জীবন টাকে দ্বীনের আলোয়
প্রভুর রঙে রাঙতে (২)
সুযোগ দিল আরো, হতে খাঁটি মুসলমান।
বছর ঘুরে এলো আবার মাহে রমজান।।
কত বড় হতভাগা
রমজান পেয়েও যারা
সঠিক দ্বীনি মেজাজ নিয়ে
দেয়নি মোটে সাড়া।
এই সুযোগে যদি ঈমান
শক্ত করতে পারো
মহান প্রভুর রহম দানে
বাড়বে সম্মান আরো (২)
পরকালে রবে খোলা জান্নাতের রাইয়্যান।
বছর ঘুরে এলো আবার মাহে রমজান।।
১২.মাহে রমজান এসেছে রে
কথা ও সুর: আজহারুল ইসলাম শো’আইব
উচ্চারণ শিল্পীগোষ্ঠী, ঢাকা
মাহে রমজান এসেছে রে
ছোট্ট মনে খুশির সীমা নাই,
রহমের দুয়ার খুলেছে
পাপী তাপী সবাই ব্যস্ত তাই,
এই রহমের পরশ দিয়ে
জীবন সাজাই, এসো জীবন সাজাই॥
এই রোজাতে পূণ্য পথে
থাকবো সারাক্ষণ,
সাহ্রী তারাবী ইফতারে
থাকবো যে মগন,
ছোট্ট রোজাদার আমি
প্রভু তোমায় চাই॥
এই ধরাতে দ্বীনের পথে
চলতে হলে ঠিক,
চালাও সে পথে আমায়
যে পথ সঠিক,
আমি ও মা রদিয়া রাব্বি
রোজা রাখতে চাই॥
১৩. রোজার বিধান আল্লাহ দিলেন তাই
কথা : মিরাদুল মুনীম
সুর : মশিউর রহমান
রিদম সাহিত্য সাংস্কৃতিক সংসদ , আই.আই.ইউ.সি চট্টগ্রাম
সারাদিনের উপোস থাকার জ্বালা
ধনী লোকে বোঝে নারে ভাই ,
গরীব দু:খীর কষ্ট বোঝাতে
রোজার বিধান আল্লাহ দিলেন তাই ।
পাপের কাজে হাতটা বাড়াও যদি
রোজা তোমায় করবে বারণ বারণ নিরবধি
ভালো হওয়ার সুযোগটুকু রোজার মাসে পাই।
পথের পাশে যেই শিশুটি আদুল গায়ে হাটে
নিজের পোশাক দাও বিলিয়ে ঘুমায় যারা মাঠে ।
একটি দানা খাও যদি গোপনেও
কেউ না দেখুক আল্লাহ তোমায় দেখেন যে নির্জনেও
গোনাহ মাফের এমন সুযোগ অন্য মাসে নাই ।
১৪.নিজেকে শোধনের চেতনা নিয়ে
কথা ও সুর : আব্দুল ওয়াদুদ
শিল্পী : খোবাইব মাহমুদ
বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
নিজেকে শোধনের চেতনা নিতে
বিবেকের দ্বার গুলো খুলে দিতে
জাগ্রত ঈমানের বীজ বুনতে
সুখী সমাজের পেতে সমাধান
আবার এলো মাহে রমাদান।
জান্নাতি আবহ নেমে আসে বিশ্বে,
দূর হয় ব্যবধান ধনী আর নিঃস্বে
কোরানের মহাবাণী শোনা যায় সবখানে
মুমিনের অন্তরে
খোদাভীতি ভর করে
আল্লাহর নহমত ঝরণার মত হয় বহমান।
পূণ্যের সরোবরে রোজাদার সিক্ত,
পাপী তাপী ক্ষমা পায় আরও পায় রিক্ত
সুন্নাত অনুসারে সাজাতে জীবনটারে
খুত পিপাসায় সয়ে সংযমে জয়ী হয়ে
তার সন্তোষ পেতে
অধিকার করে নিতে রাইয়্যান।
১৫. রমজান মাস মুমিনের
কথা ও সুর : মাহীউদ্দিন ফাহাদ
পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ,চট্টগ্রাম
রমজান মাস মুমিনের জন্যে বড় নেয়ামাত
রমজান মাস মুমিনের জন্যে সেরা রহমত
সঠিক ভাবে রোজা করলে পালন
প্রভুর প্রতিশ্রুতি দিবে জান্নাত।
হাতের রোজা করো পালন
পালন করো রোজা মনে
অশ্লীল কথা মুখে বলোনা
প্রভুকে ডাকো প্রতিক্ষণে,
একটি রোজা সে তো অনেক দামী
গোপনে কবুলের করো ফরিয়াদ।
বেশি বেশি কোরআন পড়
থাকো বিরত থেকে গীবত
অশ্লীল দৃষ্টিতে দিওনা কো চোখ
মুমিন হবার করো শপথ
একটি রোজা সে তো অনেক দামী
গোপনে কবুলের করো ফরিয়াদ।
১৬. এমন এক মাস এসেছে ফিরে যা
কথা ও সুর: জহিরুল ইসলাম
হেরারশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল
এমন এক মাস এসেছে ফিরে যা
ধনী গরিবের ভেদ দূর করে দিয়ে
অধিক নেকি হাসিলের মাস
সে যে মাহে রমজান, মাহে রমজান,
মাহে রমজান, মাহে রমজান ॥
বছর পেরিয়ে এসেছে ফিরে
সকল মুসলমানের নীড়ে
থাকবে না ভেদাভেদ কোন অনিয়ম
আসবে নেমে সব হৃদয় জুড়ে
মহা সুদিন ॥
আলোর পথের দিশা দিয়ে
পাপের কালিমা মুছে নিয়ে
রইবে না অন্যায় কোন অবিচার
আসবে নেমে সব হৃদয় জুড়ে
মহা সুদিন ॥
১৭. আবার এলো মাহে রমজান
কথা ও সুর : ক্বারী আফতাব আহমেদ
ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট , ইবি
আবার এলো মাহে রমজান
কোলে নিয়ে রহমাত
প্রভুর তরে করো মোনাজাত
পেতে যদি চাও জান্নাত।
মনের কালিমাগুলোকে মুছে ফেলতে
অশ্রু ঝরাও তুমি গহীন রাতে
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
এসো আল কুরআনের দীপ্ত পথে
তাওবার দ্বার খুলে দিতে
রমজানে আছে মাগফিরাত।
তাকওয়ার দীক্ষা নিতে সইতে হবে
অন্যায় জুলুম শত অবিচার
ধৈর্য্যরে প্রত্যয় নিতে বুকে
মাহে রমজান এক বড় হাতিয়ার
শেষ বিচারে মুক্তি পেতে
মাহে রমজানে আছে নাজাত।
১৮.তাকওয়া মুমিনের বড় নেয়ামত
কথা ও সুরঃ আব্দুল ওয়াহেদ।
কান্ডারী শিল্পীগোষ্ঠী, নোয়াখালী
তাকওয়া মুমিনের বড় নেয়ামত
তাকওয়ার গুনে সে পাবে জান্নাত
সেই নেয়ামত নিয়ে এসেছে মাহে রমজান
এনে দিতে মুক্তি ক্ষমা আর দয়া অফুরান।
রমজানের রোজা পেয়েও যে জন
পেল না গুনাহ মাফি
অসহায় সে জন চির দুঃখী মন
নির্বোধ অনুতাপী,
তাকওয়ার মহিমায় হও মহীয়ান
সেই রৌশনীতে দিল হোক রওশান।
বসুন্ধরায় আজ এত গুঞ্জন
রমজান রমজান এল রমজান
অবারিত রহমের এল শুভক্ষণ
নাও তুমি দু’হাতে লুফে
পাপরাশি মুছে ফের শুদ্ধ জিবন
প্রভুকে দাও সঁপে
জান্নাতি খুশবুতে হৃদয় আনচান
সেই খুশিতে দিল হোক অম্লান।
১৯.সৃজিলে হে রহমান
কথা ও সুর : বনী আমিন
উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, জয়পুরহাট
সৃজিলে হে রহমান দিলে যে সম্মান
ক্ষমা করে দিতে তুমি দিলে মাহে রমজান।
এ তোমার করুণা জগতের সেরা দান
আমি পাপী পেলে পাব প্রাণ।
সৃষ্টিতে শেষ্ঠ করেছো তুমি
শ্রেষ্ঠ নবী দিয়ে বানালে দামি
পাপরাশি ক্ষমা নিতে দিলে রমজান
কোরআন নাজিল করে বাড়লে যে মান।
তোমার প্রতিশ্রতি নয় তো মিছে
রাইয়্যান দেবে তুমি বলেছো নিজে
প্রতিটি বছর শেষে আাসে রমজান
মুমিনেরা পায় ফিরে নতুন এক প্রাণ
২০.
রোজার শেষে দিলে
গীতিকার: তারেক আল আজিজ
সুরকার : আল আমিন
প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
রোজার শেষে দিলে তুমি
এমন পুরস্কার-----
আল্লাহ তোমার দরবারে তাই
শোকর হাজার বার।
দলে দলে ঈদের মাঠে
বুক মিলেছে বুকের সাথে
মনের কোণের বিভেদ সবি
হয়েছে ছারখার।
ফেরেশতারা থেকে থেকে
বারে বারে বলছে ডেকে,
অনেক বড় সুযোগ আজি
গুনাহ মাফ পাবার।
এক হয়েছে গরিব-ধনী
সেই মিনারের আওয়াজ শুনি
ঈদ মুবারক মুখে নিয়ে
কাতারে সবাই কাতার।
Post a Comment