মন হরণা - উচ্চারণ



আমরা আলোর আকাশ গড়ার স্বপ্ন দেখি , আমরা নতুন পৃথিবী দেখার স্বপ্ন দেখি, সুস্থ সাংস্কৃতির নান্দনিক বিকাশ সাধনে উচ্চারণ এর দীপ্ত পদচারনা ইতি মধ্যে মানব হৃদয়ে উজ্জল সম্ভাবনা সৃষ্টি করেছে , তারা নির্মান করতে চায় অনাবিল সৌন্দর্যের অসিম দিগন্ত ।
এর ই  ধারাহিকতায় উচ্চারণ এর ১১তম অডিও অ্যালবাম 

                                                       মন হরণা                                   

শিল্পীঃ- কাওসার , আবু বকর ছিদ্দিক , আনিস, হাসান আল বান্না , এনামুল হক, ফাহিম, আসাদ, আল মিজান, সাইয়্যেদ মাহমুদ , হাসান , শিবলী , শফিক সুমন , সম্রাট, আব্দুল করিম, সাদ মাহমুদ , ও মাহফুজ মামুন ।

অথিতি শিল্পীঃ-  আব্দুর রওফ, আমিরুল মোমেনিন মানিক , ও ইমতেয়াজ ইব্রাহিম । 

গান গুলি লিখেছেনঃ- কবি মতিউর রহমান মল্লিক, আবু তাহের বেলাল, নুরুজ্জামান ফিরোজ, কবির আল মামুন , জাকির আবু জাফর, আমিরুল মোমেনিন মানিক . ইলিয়াস হোসাইন , আব্দুল্লাহ আল ইহসান , বেলাল হোসাইন , আফসার নিজাম , আবু তৈয়ব মিসবাহ,  এইছ এম তানবীর হাসান , ও আবু বকর ‍ছিদ্দিক ।

সুর করেছেনঃ মশিউর রহমান, আল মিজান , বেলাল হোসাইন , কাওসার হামিদ , ইলিয়াস হোসাইন , আবু বকর ছিদ্দিক, মাহফুজ মামুন , ও , আবু তৈয়ব মিসবাহ ।

সার্বিক তত্বাবধানেঃ- আবু শাকের মোহাম্মাদ ইউনুস 

 প্রযোজনায়ঃ সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ ( সসাস )
পরিবেশনায়ঃ- উচ্চারণ শিল্পীগোষ্ঠী ।


                                          গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন                                         



০১. ভুমিকা 

০২. প্রতিদিন ভুরে সূর্য উঠে

০৩. আমি সুন্দর একটি 

০৪. ইয়া নাবী সালাম আলাইকা 

০৫. যে চোখটি  কাঁদে আল্লাহর ভয়ে 

০৬. আকাশের মত কর হৃদয় মোদের 

০৭. জীবন নদী বইয়া চলে 

০৮. নবীন এর কেতন উড়ে 

০৯. আমান তো বিল্লাহ 

১০. আলোর ফুলে কাটল আধার 

১১. মনে পড়ে গায়ের 

১২. ফুলে ফলে 

১৩. আকাশের কোল জুড়ে 

১৪. ইতিহাস তুমি চুপ করে থেক না 

১৫. মা গো মা 

১৬. এই ধরণী মন হরনী 

১৭. তোমার প্রকৃত চাওয়া পাওয়া কি ?

১৮. পরিশেষে 









Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget