বৈশাখের গান - সসাস | Boishakher Gaan By SOSAS





১লা বৈশাখ। বাঙালি জাতির চিরন্তন উৎসবের এই দিনটি বেশ ঘটা করে পালিত হচ্ছে সেই আকবরের সময় থেকেই যখন চৈত্র মাসের শেষ দিন কৃষকরা জমিদার ও অন্যান্য ভূ-স্বামীর খাজনা পরিশোধ করত এবং এর পরদিন, প্রথম বৈশাখ, নববর্ষের দিন ভূ-স্বামীরা কৃষকদের মিষ্টিমুখ করাতেন।এই দিনের আরেকটি আনুষ্ঠিকতা হচ্ছে হালখাতা যা দোকান মালিক ও খরিদ্দারের মধ্যে পালন হত। এখনও এই দিনটি আমরা পালন করি সেই আগের মতো উদ্যোমের সাথে আরও অনেক নতুন নতুন রঙ নিয়ে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, ছেলে থেকে বুড়ো সবার জন্যই পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসবের নাম।এরই ধারাবাহিকতায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ ( সসাস ) এবারের পরিশনা


                                                  বৈশাখের গান

অ্যালবামঃ- বৈশাখের গান
সংগীত পরিচালনায়ঃ- মঈন বকুল
ব্যবস্থাপনায়ঃ- আবদুস সালাম
তত্ত্বাবধানঃ- হুসনে মোবারক
সহযোগীতায়ঃ- মিরাদুল মুনীম


১. আয় বৈশাখ 

২. আনন্দ ছন্দ 

৩. আয়না সবাই 

৪. বৈশাখীতে পান্তা 

৫. এলোরে কাল বৈশাখ

৬. গাছে গাছে কৃষ্ঞচুড়া 

৭. বৈশাখ  এলো

৮. আজ হতে সব 

৯. বৈশাখীর আগমনে 

১০. চল মন খুলে 

১১. আজ বৈশাখের 

১২. হৈ হৈ রৈ

১৩. এলো এলো 

১৪. প্রতিটি ঘরে 

১৫.এলো বৈশাখ এলো

১৬. সময়টা বয়ে যায় 

১৭. এসেছে বৈশাখ 




💕গান গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্য জানাতে ভূল করবেন না।
আর আমাদের সাথে থাকতে আমরা আছি ফেসবুকে লাইক দিয়ে এক্টিভ থাকুন
অথবা নতুন নতুন ভিডিও পেতে আমাদের Youtube চ্যানাল Subscribe  করে এক্টিভ থাকুন 

ইউটিউব চ্যালেন  Subscribe করতে নিছে ক্লিক করুন 

ফেজবুক এ আমাদের পেতে নিছে ক্লিক করুন 



Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget