![]() |
মরুভূমির ঝড় সাইমুম ! প্রচন্ড আক্রোশে সব উড়িয়ে নিয়ে চলে, চলে সব বাধা বন্ধন মাড়িয়ে, আমরও সাইমুম শিল্পী, সংস্কৃতির মরুভূমিতে আমরাও ঝড় তুলি আমরা চাই প্রতিটি প্রাণে
বন্যার তেজ আনতে, খোদাহীন সংস্কৃতির বুনিয়াদ ভেঙ্গে দিতে, আর সেখানে ছড়িয়ে দিতে কোরআনের গান, জিহাদের আহবান, কানে কানে বলে দিতে চাই আমরা কেবল শিল্পী ই নই,
শিল্পীর ছেয়ে বড়, আমরা সবাই আল-কোরআনের কর্মী। সাইমুম এবার নিয়ে এলো সাইমুমের ৪১তম অডিও অ্যালবাম
রুপের নদী
অ্যালবামঃ- রুপের নদী
শিল্পীঃ- তাকিয়া, মারিয়া, জ্যাতি, ইয়ামিন, তানভীর, সাকিব, সিতারা, ইমন, মুকিত, হাফসা, হাসান আল বান্না, নাফিজ, ইমরান, রাইয়ান, নাইমা, ও রাফি।
উপস্থাপনায়ঃ- মারিয়া তাসকিন অমানী, নাইমা, সিতারা, ও সাকি।
সার্বিকতত্ত্বধানেঃ- মোহাম্মদ আবু নাসের।
সহযোগিতায়ঃ- আবু সুফিয়ান ও দেলাওয়ার হোসাইন।
সঙ্গীত পরিচলানায়ঃ- মাহফুজ বিল্লাহ শাহী।
গ্রন্থনায়ঃ- সোহাইল আহমেদ।
পরিচলানায়ঃ- হোসনে মোবারক।
প্রজেযোনায়ঃ- সমন্বিত সাংস্কৃতিক সসাস ( সসাস )।
পরিবেশনায়ঃ- সাইমুম শিল্পীগোষ্ঠী।
গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন
০১. তাকবীর তোল এক আল্লাহর নামে
০২. আমার যে কথা কাজে সবাই খুসি
০৩. আমরা শিশু ফুলের কলি
০৪. বাগানের ফুল গুলো প্রভুর নামে
০৫. এই যে মোগে গেরামে
০৬. হৃদয় গহিনে আপন করে
০৭. কল কল করে রুপের নদী
০৮. লা তানসা আবাদান জিকরল্লাহ
০৯. লক্ষ গানের শিল্পী হতে চাই না আমি
১০. মা হল এক শান্তি সুখের
১১. মৌমাছি মৌমাছি কোথা যাও
১২. মাইদার ইজ সুইট মাদার
১৩. নদীর কলতানে ভ্রমরের
১৪. শিল্পী বল কারে তুমি
১৫. পরিশেষে
💕গান গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্য জানাতে ভূল করবেন না।
আর আমাদের সাথে থাকতে আমরা আছি ফেসবুকে লাইক দিয়ে এক্টিভ থাকুন
অথবা নতুন নতুন ভিডিও পেতে আমাদের Youtube চ্যানাল Subscribe করে এক্টিভ থাকুন
ইউটিউব চ্যালেন Subscribe করতে নিছে ক্লিক করুন
ফেজবুক এ আমাদের পেতে নিছে ক্লিক করুন
Post a Comment