গানের শিরোনামঃ ঐ পাহাড় আর গাছ গাছালি
কথা ও সুরঃ আবদুল হালিম চৌধুরী
কথা ও সুরঃ আবদুল হালিম চৌধুরী
শিল্পী আতাউল ওসমানী
ঐ পাহাড় আর গাছ গাছালি নীল ঝরণার গান
জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমর দান।
ঐ আকাশ এই যে বাতাস তোমার নামে তাসবীহ আঁকে
এ নদী ঐ যে সাগর কলতানে তোমায় ডাকে
প্রকৃতির সুরে সুরে তোমারি নাম
তোমরি গান
আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে
ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে
সরুজ আর চন্দ্র-তারা নিত্য ছড়ায়
আলোরই বান।
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit - www.islamicsongsbd.com
Click This Icon
Post a Comment