গানের শিরোনামঃ সিয়ামের চাঁদ
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মশিউর রহমান
|== গানের লিরিক ===|
সিয়ামের চাঁদ দেখ
আকাশে দিচ্ছে আলো
তুমি কি চাওনা তোমার
নিজের ভালো।
আকাশে দিচ্ছে আলো
তুমি কি চাওনা তোমার
নিজের ভালো।
সিয়াম এলো
খুলে দাও তুমি দিল
নিজেকে গোছাও
তুমি আজ তিলতিল
তুমি মুছে ফেল তোমার হাতের কালো।
খুলে দাও তুমি দিল
নিজেকে গোছাও
তুমি আজ তিলতিল
তুমি মুছে ফেল তোমার হাতের কালো।
নাযাতের বাণী
পাঠ কর প্রাণ ভরে
তোমার মুক্তি
তুমি লিখে নাও দ্রুত করে
তুমি তোমার কপাল
আঁকিত কর আলো।
পাঠ কর প্রাণ ভরে
তোমার মুক্তি
তুমি লিখে নাও দ্রুত করে
তুমি তোমার কপাল
আঁকিত কর আলো।
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Post a Comment