শিরোনামঃ চালতা পাতার কাজ
কথাঃ
গোলাম
মোহাম্মদ
সুরঃ
মশিউর রহমান
||-- গানের লিরিক ||--
চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি
শিল্পীর চেয়ে তিনি বড় শিল্পী।।
সরিষার ক্ষেত ভরে হলুদ মাখা
হৃদয়ে মমতা দিয়ে চিত্র আঁকা
তটিনীর তীর দেখে বুঝেছি আমি।।
তেঁতুলের ফুলে ফুলে কি মায়া মাখা
হলুদ লালের কাজ যতনে আঁকা
রঙ্গন ফুল দেখে বুঝেছি আমি।।
বরষার মেঘে মেঘে সাজানো আকাশ
যুদ্ধের দামামা বাজানো বাতাস
আউশের ভূঁই দেখে বুঝেছি আমি।।
Post a Comment