গানের টাইটেল- হৃদয় আকাশ হতে
শিল্পী- সুমাইয়া তানজিম
কথা- রিয়াদ হায়দার
সুর- রিয়াদ হায়দার
পূণ্যের তারা
দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
চিন্তার বাগিচায় সুরভিত পুষ্প ফুটুক
নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক
এ কথার লতা যেন ঈমানের গাছ রাখে জড়িয়ে
পূণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
নফসের ঘোড়া সদা সত্যের প্রান্তে ছুটুক
এ কথার লতা যেন ঈমানের গাছ রাখে জড়িয়ে
পূণ্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
জীবনের গানে গানে
ঈমানের মধুমাখা সুর দাও
আমার আধাঁর পথে তোমার করুনার নূর দাও
ওপারে যাওয়ার কালে ঈমানের মালা দাও পড়িয়ে
পূন্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
আমার আধাঁর পথে তোমার করুনার নূর দাও
ওপারে যাওয়ার কালে ঈমানের মালা দাও পড়িয়ে
পূন্যের তারা দিয়ে আমার আকাশ দাও ভরিয়ে।
Post a Comment