Prio Hote Chai By Saimum । প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

Prio Hote Ch. Saimum Shilpigosthi, Bangla islamic song . Bangla islamic gan, Bangla islamic Gaan, Bangla new islamic Song, bangla islamic gojol,

 


ইসলামি সংস্কৃতির অঙ্গনে জনপ্রিয় নাম সাইমুম ! 

এই বার আপনাদের জন্যে নিয়ে এলাম সাইমুমের বিখ্যাত জনপ্রিয় অ্যালবাম   প্রিয় হতে চাই  ! যার প্রতিটি গান ই হৃদয় ছোঁয়া, আশা করি আপনাদের অনেক ভাল লাগবে 


                                                  প্রিয় হতে চাই                                             


অ্যালবামঃ প্রিয় হতে চাই
শিল্পীঃ সাইমুমের শিশুশিল্পীরা
প্রযোজনাঃ সাইমুম শিল্পীগোষ্ঠী
পরিবেশনায়ঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস ও World Assembly of Muslim Youth (WAMY)






গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন


০১.আল্লাহ তোমার দয়া কত অফুরান 
গানে গানে শেষ হয় না 
নিখিল ভুবন মাঝে
দেখি সকাল সাঁঝে
তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।


গীতিকার:- আবদুস সালাম
সুরকার:- আবদুস সালাম


আয় রে তোরা আয় 
সবাই মিলে যাই রে চলে 
নবীর মদীনায় ।


গীতিকার:- রহমতুল্লাহ
সুরকার:-  রহমতুল্লাহ


০৩. যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই 
সোানামনি শিশুদের জন্য
সে আমার দলের তো কেউ নয় 
হবে না দলের বলে গণ্য । 

গীতিকার ও সুরকার:- জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)


০৪. আজো সেই চাঁদটা আসে রাতে
আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না মা আসে না
আমাকে গল্প শোনাতে ।



গীতিকার:- সোহাগ চৌধুরী
সুরকার:-  এস এম মঈনুল ইসলাম


০৫. আমরা প্রভাতের ঘুম ভাঙা পাখি
সবার আগে উঠবো জেগে 
ঘুমিয়ে সারা রাতি ।


গীতিকার ও সুরকার:-  জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)



০৬. গাঁয়ের নাম মধুময় সুবর্ণপুর
তীর ঘেঁষে তার বয়ে গেছে
নদী তুলে সুর ।


গীতিকার:-  আবুল আলা মাসুম
সুরকার:- আবুল আলা মাসুম



০৭. তোমার প্রিয় হতে চাই আমরা
কবুল কর প্রভু তুমি আমাদের ।
সত্যবাদিতা দাও আবু বকরের 
ত্যাগের মহিমা প্রভু দাও ওমরের
ওসমানের মত পরহেজগার কর
হৃদয়টা করে দাও আকাশ উদার ।


কথা ও সুর: আবদুস সালাম


০৮. ভালো কাজের ভালো ফল 
মন্দ কাজে মন্দ
ভালো কাজের মধ্যে আছে 
মনের মত ছন্দ ।


গীতিকার:- মতিউর রহমান মল্লিক
সুরকার:- জাফর সাদেক


০৯. ত্রিভুনের প্রিয় মোহাম্মদ 
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ।


গীতিকার:-  কাজী নজরুল ইসলাম
সুরকার:-  কাজী নজরুল ইসলাম
পাখিরা সুরে সুরে গায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


গীতিকার:-  এস. এম. মঈনুল ইসলাম
সুরকার:-  এস. এম. মঈনুল ইসলাম


১১. রাতের ওই আকাশে চাঁদের পরী পাশে
হাজার হাজার তারা করছে খেলা
নদী ও সাগরে দেখ দু’চোখ মেলে
হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা 
এ যে সৃষ্টির খেলা ।


গায়ক / শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী

গীতিকার ও সুরকার:- জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)

১৩. গানকে ভালোবাসে যারা
গানকে ভালোবাসে
সুরকে নিয়েই তাদের খেলা 
সুরের কাছে আসে 
ফুলকে ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে
সুবাস ভালোবাসে তারা সুবাস ভালোবাসে ।



গীতিকার ও সুরকার:-জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)



Connect With Us

Subscribe | Like | Follow


Click This Icon
youtube.pngfacebook.pngtwitter2.png




Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget