ইসলামি সংস্কৃতির অঙ্গনে জনপ্রিয় নাম সাইমুম !
এই বার আপনাদের জন্যে নিয়ে এলাম সাইমুমের বিখ্যাত জনপ্রিয় অ্যালবাম প্রিয় হতে চাই ! যার প্রতিটি গান ই হৃদয় ছোঁয়া, আশা করি আপনাদের অনেক ভাল লাগবে
প্রিয় হতে চাই
অ্যালবামঃ প্রিয় হতে চাই
শিল্পীঃ সাইমুমের শিশুশিল্পীরা
প্রযোজনাঃ সাইমুম শিল্পীগোষ্ঠী
পরিবেশনায়ঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ | সসাস ও World Assembly of Muslim Youth (WAMY)
গান গুলি ডাউনলোড করতে গানের শিরোনামের উপরে ক্লিক করুন
গানে গানে শেষ হয় না
নিখিল ভুবন মাঝে
দেখি সকাল সাঁঝে
তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।
গীতিকার:- আবদুস সালাম
সুরকার:- আবদুস সালাম
সবাই মিলে যাই রে চলে
নবীর মদীনায় ।
গীতিকার:- রহমতুল্লাহ
সুরকার:- রহমতুল্লাহ
সোানামনি শিশুদের জন্য
সে আমার দলের তো কেউ নয়
হবে না দলের বলে গণ্য ।
গীতিকার ও সুরকার:- জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)
আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না মা আসে না
আমাকে গল্প শোনাতে ।
গীতিকার:- সোহাগ চৌধুরী
সুরকার:- এস এম মঈনুল ইসলাম
সবার আগে উঠবো জেগে
ঘুমিয়ে সারা রাতি ।
গীতিকার ও সুরকার:- জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)
তীর ঘেঁষে তার বয়ে গেছে
নদী তুলে সুর ।
গীতিকার:- আবুল আলা মাসুম
সুরকার:- আবুল আলা মাসুম
কবুল কর প্রভু তুমি আমাদের ।
সত্যবাদিতা দাও আবু বকরের
ত্যাগের মহিমা প্রভু দাও ওমরের
ওসমানের মত পরহেজগার কর
হৃদয়টা করে দাও আকাশ উদার ।
কথা ও সুর: আবদুস সালাম
মন্দ কাজে মন্দ
ভালো কাজের মধ্যে আছে
মনের মত ছন্দ ।
গীতিকার:- মতিউর রহমান মল্লিক
সুরকার:- জাফর সাদেক
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ।
গীতিকার:- কাজী নজরুল ইসলাম
সুরকার:- কাজী নজরুল ইসলাম
পাখিরা সুরে সুরে গায়
এমন দেশটি এই পৃথিবীর
আর তো কোথাও নাই ।
গীতিকার:- এস. এম. মঈনুল ইসলাম
সুরকার:- এস. এম. মঈনুল ইসলাম
হাজার হাজার তারা করছে খেলা
নদী ও সাগরে দেখ দু’চোখ মেলে
হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা
এ যে সৃষ্টির খেলা ।
গায়ক / শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী
গীতিকার ও সুরকার:- জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)
১২. এদেশের শিশু আমরা সবাই
অধিকার সবার আছে
সোনার অলংকার দেশের বুকে
উজ্জ্বল হয়ে ভাসছে
আমাদের অধিকার চাই
আমাদের প্রতিদান চাই
আমরা সুন্দর পৃথিবীতে
সুন্দর থাকতে চাই ।
গীতিকার:- এস. এম. মঈনুল ইসলাম
সুরকার:- এস. এম. মঈনুল ইসলাম
গানকে ভালোবাসে
সুরকে নিয়েই তাদের খেলা
সুরের কাছে আসে
ফুলকে ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে
সুবাস ভালোবাসে তারা সুবাস ভালোবাসে ।
গীতিকার ও সুরকার:-জানা নাই ( কেউ জেনে থাকলে প্লিজ কমেন্ট)
Post a Comment