গানের শিরোনামঃ বৃষ্টিতে মন ভেজেনা
শিল্পীঃ মশিউর রহমান ও সূহা
কথাঃ হিফজুর রহমান তাসনিম
সুরঃ মশিউর রহমান
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
||-- গানের লিরিক--||
বৃষ্টিতে মন ভেজেনা রোদ্রতে চোখ মেলে না সকাল দুপুর সারা বেলায়, মেঘ বৃষ্টির জীবন খেলায় তুমি ছাড়া আপন কেহ নাই ও আল্লাহ তোমার প্রিয় হতে চাই। নামেতে নেই তুলনা রাত্রে ঘুম আসে না তোমার নামের মোহন বাঁসি রাতের আকাশ তারার হাঁসি গোধুলির রঙ্গে খোঁজে পাই ও আল্লাহ তোমার প্রিয় হতে চাই। বৃষ্টিতে মন ভেজেনা রোদ্রতে চোখ মেলে না সকাল দুপুর সারা বেলায়, মেঘ বৃষ্টির জীবন খেলায় তুমি ছাড়া আপন কেহ নাই ও আল্লাহ তোমার প্রিয় হতে চাই। দয়াতে নেই সীমানা সংকট সঙ্গ ছাড়না সংগোপনে সকল কাজে সন্ধীপনে মনের মাঝে তোমায় শুধু ভালবেসে যাই ও আল্লাহ তোমার প্রিয় হতে চাই। বৃষ্টিতে মন ভেজেনা রোদ্রতে চোখ মেলে না সকাল দুপুর সারা বেলায়, মেঘ বৃষ্টির জীবন খেলায় তুমি ছাড়া আপন কেহ নাই ও আল্লাহ তোমার প্রিয় হতে চাই।
Post a Comment