ইকবাল হোসাইন জীবন এর লাইভ কনসার্ট ২৫শে মার্চ


                         ইকবাল হোসাইন জীবন এর লাইভ কনসার্ট ২৫শে মার্চ                         



ইসলামী চিন্তাধারার জনপ্রীয় সঙ্গীত শিল্পী ইকবাল হোসেইন জীবন এর লাইভ কনসার্ট ঢাকায় অনুষ্ঠিত হবে ২৫ মার্চ । “লাব্বাইক -আল্লাহুম্মা লাব্বাইক” গানটি গেয়ে গত বছর বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছেন বাংলাদেশী এই শিল্পী। এছাড়াও এই শিল্পীর “MAKE me YOUR Friend” এ্যালবামের লাব্বাইক ও হাসবি রাব্বি এ দুটি গান  ইউটিউব সহ সোস্যাল মিডিয়ায় ঝড় তুলে ছিলো। এ গান দুইটির  মিউজিক ভিডিও মুহুর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী আর প্রতি মুহুর্তেই জনপ্রিয়তার শীর্ষে পৌছাতে থাকেন বাংলাদেশের প্রতিভাবান এই শিল্পী ।

বর্তমান লন্ডন প্রবাসী শিল্পী ইকবাল এর আগে সাইমুম শিল্পী গোষ্ঠী’র পরিচালকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। প্রবাস জীবনে প্রবেশ করেও থেমে থাকেননি ইসলামী সংগীতের এই জনপ্রীয় শিল্পী । আন্তর্জাতিক ভাবে নিজের প্রতিভাকে ছড়িয়ে দিয়েছেন প্রতিনিয়ত। আগামী ২৫ মার্চ বেইলি রোডের “গাইড হাউজ অডিটোরিয়াম” এ জনপ্রীয় এই শিল্পীর লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হবে। জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল এর কম্পোজিশনে একক সংগীত পরিবেশন করবনে ইকবাল হোসেইন জীবন । এছাড়াও থাকবে অপ্রকাশিত গান “মুস্তফা”’ ’র পারফর্মেন্স । থাকছে শিল্পী’র নতুন এ্যালবাম এর মোড়ক উন্মোচন।

কতৃপক্ষ এই অনুষ্ঠানের টিকেট মূল্য নির্ধারণ করেছেন জনপ্রতি ৫০০ টাকা

টিকেট সংগ্রহ করতে পারবেন :


1. 5 star library
Mirhajirbag, jatrabari.

Contact : Nazim: 01712042380

2. Rhythmplus.com, 49/1 
Purana paltan line (3rd floor), 

Contact: Didar. 01919611361


3. TUNE ART AND CULTURE
House -1103/A, Road- 1/A
Baitul aman housing, Adabor

Dhaka. Mobile – 01915168180


4. Rajanigandha cosmetics 
Shop -11, Level – 1,
Polwel carnation Abdullahpur
Uttara Dhaka-1230
 01722 21 66 32,

 01819 914 714



ঢাকার বাহির থেকে যারা নিশ্চিত আসবেন
তারা এই নম্বরে যোগাযোগ করে টিকেট বুকিং দেবেন
যোগাযোগ: ০১৮৬৪১১৬৬৫০

Post a Comment

[facebook]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget