ইকবাল হোসাইন জীবন এর লাইভ কনসার্ট ২৫শে মার্চ
ইসলামী চিন্তাধারার জনপ্রীয় সঙ্গীত শিল্পী ইকবাল হোসেইন জীবন এর লাইভ কনসার্ট ঢাকায় অনুষ্ঠিত হবে ২৫ মার্চ । “লাব্বাইক -আল্লাহুম্মা লাব্বাইক” গানটি গেয়ে গত বছর বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছেন বাংলাদেশী এই শিল্পী। এছাড়াও এই শিল্পীর “MAKE me YOUR Friend” এ্যালবামের লাব্বাইক ও হাসবি রাব্বি এ দুটি গান ইউটিউব সহ সোস্যাল মিডিয়ায় ঝড় তুলে ছিলো। এ গান দুইটির মিউজিক ভিডিও মুহুর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী আর প্রতি মুহুর্তেই জনপ্রিয়তার শীর্ষে পৌছাতে থাকেন বাংলাদেশের প্রতিভাবান এই শিল্পী ।
বর্তমান লন্ডন প্রবাসী শিল্পী ইকবাল এর আগে সাইমুম শিল্পী গোষ্ঠী’র পরিচালকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। প্রবাস জীবনে প্রবেশ করেও থেমে থাকেননি ইসলামী সংগীতের এই জনপ্রীয় শিল্পী । আন্তর্জাতিক ভাবে নিজের প্রতিভাকে ছড়িয়ে দিয়েছেন প্রতিনিয়ত। আগামী ২৫ মার্চ বেইলি রোডের “গাইড হাউজ অডিটোরিয়াম” এ জনপ্রীয় এই শিল্পীর লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হবে। জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল এর কম্পোজিশনে একক সংগীত পরিবেশন করবনে ইকবাল হোসেইন জীবন । এছাড়াও থাকবে অপ্রকাশিত গান “মুস্তফা”’ ’র পারফর্মেন্স । থাকছে শিল্পী’র নতুন এ্যালবাম এর মোড়ক উন্মোচন।
কতৃপক্ষ এই অনুষ্ঠানের টিকেট মূল্য নির্ধারণ করেছেন জনপ্রতি ৫০০ টাকা
টিকেট সংগ্রহ করতে পারবেন :
Mirhajirbag, jatrabari.
Contact : Nazim: 01712042380
2. Rhythmplus.com, 49/1
Purana paltan line (3rd floor),
Contact: Didar. 01919611361
3. TUNE ART AND CULTURE
House -1103/A, Road- 1/A
Baitul aman housing, Adabor
Dhaka. Mobile – 01915168180
4. Rajanigandha cosmetics
Shop -11, Level – 1,
Polwel carnation Abdullahpur
Uttara Dhaka-1230
01722 21 66 32,
01819 914 714
ঢাকার বাহির থেকে যারা নিশ্চিত আসবেন
তারা এই নম্বরে যোগাযোগ করে টিকেট বুকিং দেবেন
যোগাযোগ: ০১৮৬৪১১৬৬৫০
Post a Comment