গান গাই বলে তাই
কথা ও সুরঃ আব্দুস সালাম
শিল্পীঃ নওশাদ মাহফুজ
অ্যালবামঃ তাওফিক দাও খোদা
প্রযেজোনাঃ- সাইমুম শিল্পীগোষ্ঠী
পরিবেশনায়ঃ- সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ (সসাস )
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
তাওফিক দাও খোদা অ্যালবামের সব গুলো গানের অডিও পেতে এখানে ক্লিক করুন
গানটির লিরিক:-
গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে
শিল্পী তো নয় মূল পরিচয়
কুরআনের কর্মী তো বড় পরিচয় ॥
আমার গানের মাঝে খুঁজে নাও
ব্যথিতের কথা
আমার গানের মাঝে খুঁজো না
সুরের শুধু সুধা
আমি গানে গানে সুরে সুরে
মানবতা চাই ॥
আমার মনের মাঝে
মালেকেরা উঁকি দেয় বারবার
দীন কায়েমের কাজে
নেই তো আমার কিছু হারাবার
আমি বেলালের খুনে রাঙা
শাহাদাত চাই ॥
কথা ও সুর: আবদুস সালাম
Post a Comment